স্পোর্টস প্রতিবেদকঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে স্বাধীনভাবে ক্রিকেট খেলতে চান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাকিস্তান। তাই সুপার টুয়েলভ পারফরমেন্সের ভিত্তিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে ফেভারিট পাকিস্তান। তারপরও পাকিস্তানকে হারানোর সামর্থ্য অস্ট্রেলিয়ার আছে বলে মনে করেন ম্যাক্সওয়েল। স্বাধীনভাবে ক্রিকেট খেলার কথা জানালেন তিনি।
সাহসী ক্রিকেট খেলে পাকিস্তানকে হারানোর ব্যাপারে ম্যাক্সওয়েল বলেন, ‘আমাদের টপ অর্ডার অনেক বেশি শক্তিশালী। এই টপ অর্ডারকে সাহায্য করার জন্য আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের স্বাধীনভাবে ব্যাটিং করতে হবে। আমাদের দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানও আছে। যে কারণে আমার মনে হয়, আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো।’
অস্ট্রেলিয়ার দলের টপ-অর্ডার অনেক বেশি ভালো হবার কারনে সুপার টুয়েলভে নীচের দিকে ব্যাটারদের মাঠেই নামতে হয়নি, সেটি আবার মনে করিয়ে দিলেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে প্রায় ম্যাচেই আমাদের পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি। এ থেকেই বোঝা যায়, আমাদের টপ অর্ডার কতটা ভালো খেলছে। বেশিরভাগ ম্যাচেই টপ-অর্ডার রান করেছে।’
টপ-অর্ডার ভালো করায়, এখনো ম্যাক্সওয়েল ম্যাজিক দেখা যায়নি। দলের টপ-অর্ডার ব্যাটাররাই ম্যাচ শেষ করে দিচ্ছেন। ৫ ইনিংসে ২৯ রান করেছেন ম্যাক্সওয়েল। তবে নিজেকে ফিরে পেতে সর্বাত্মক চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছি। আড়াই মাস ধরে এখানে (সংযুক্ত আরব আমিরাত) আছি। এখানকার কন্ডিশনের সাথে খুব ভালোভাবেই পরিচিত। কয়েক দিন ব্যাট না করলেও আমার তেমন কোনো সমস্যা হবে না। আমি আইপিএল খেলার সময় যে অবস্থায় ছিলাম, এখনো ঠিক তেমনই আছি। আইপিএলে আমি খুব ভালোভাবে বল মারতে পেরেছি এবং দলের প্রয়োজনানুসারে আমি নিজের দায়িত্ব পালনে প্রস্তুত।’
বিশ্বকাপে বেশির ভাগ দলই উইকেট ধরে রেখে শেষেরদিকে ঝড়ো গতিতে রান তুলেছে। কিন্তু সেমিফাইনালে সেই পথে হাটতে চান না ম্যাক্সওয়েল। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা তার। ম্যাক্সওয়েল বলেন, ‘সুপার টুয়েলভে অনেক দলকেই দেখেছি, শুরুতে উইকেট ধরে রেখে শেষের দিকে দ্রুত রান তুলতে চায়। কিন্তু আমরা ইনিংসের শুরু থেকেই স্বাধীনভাবে খেলে পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার করে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে চাই।’
আগামী ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল লড়াই।