উদ্বোধনের আগেই নির্মাণাধীন সেতু পার হলো বরযাত্রী!

314
bnews21.com

 

নিউজ ডেস্কঃ নির্মাণ কাজ শেষ হতে না হতেই পিরোজপুরে ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ওপর দিয়ে নদী পাড় হলো বিয়ের বর যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার। এমন একটি ভিডিও বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এর জেরে পিরোজপুরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায় দু্ইটি প্রাইভেটকার ও একটি বাসে করে বিয়ের বরযাত্রীরা সেতুতে উঠে। সেতুর নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের দেখা যায় সেতুতে থাকা ব্যারিকেট সরিয়ে গাড়িগুলোকে সেতু পাড় হওয়া সুযোগ করে দিতে।

 

চায়না নির্মানকারী প্রতিষ্ঠান এখনো সেতুটি বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর সম্পন্ন করেনি। তবে ব্রিজটি বর্তমানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় আছে।